পুষ্টি স্যালাইন তৈরি
আমাদের শরীরের যে সছল কোষসমূহ পানি শোসন করে শরীরের বিভিন্ন স্থানে সরবরাহ করে, সে সকল কোষ যদি তাদের কর্মক্ষমতা হারিয়ে ফেলে। সেখনে এমন পানি শোষন না করে। পানি বের করে দেয় এমন ডায়রিয়া বা বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়। বিশুদ্ধ পানি দিয়ে কিভাবে স্যালাইন তৈরি করে তাৎক্ষণিক ভাবে পানির ঘাটতি সহ ডায়রিয়া যেন না হয় এজন্য বাসায় কিভাবে পুষ্টি স্যালাইন তৈরি করতে পারবে এ বিষয় এ তাদের ধারণা দেওয়া হয়।
এ স্যালাইন তৈরীর মাধ্যমে তারা তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে পারবে। হঠাৎ করে বন্যা এর সময় এ স্যালাইন তৈরি করে তারা তাদের জীবন সুস্থ রাখতে পারবে।ডায়রিয়া হলে স্যালাইন তৈরি করতে পারবে।
এই প্রজেক্ট এর মাধ্যমে গ্রামে গ্রামে আমরা স্যালাইন তৈরি করা শেখাই । অনেক মানুষ বিশুদ্ধ খাবার স্যালাইন কিনতে পারে না। তাদের খাবার স্যালাইন কিভাবে সঠিক উপায়ে তারা নিজেরায় তৈরি করতে পারবে এ বিষয় এ সম্পূর্ণ ধাপ গুলা শেখাই। এবং সেখানে তৈরি করি খাবার স্যালাইন এবং তাদের কে খাওয়াই।