প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও লোগো উন্মোচন প্রোগ্রাম
Profile picture for user Faridul Islam Farid_1
Bangladesh

প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও লোগো উন্মোচন প্রোগ্রাম

৬ই সেপ্টেম্বর ২০১৯ইং তারিখ রোজ শুক্রবার বি,এ,এফ, শাহীন হল, ঢাকা-এ টাইগার শার্ক ওপেন এয়ার স্কাউট গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত হলো দলীয়ভাবে বাংলাদেশ স্কাউট এয়ার অঞ্চলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, ঈদ পুনর্মিলনী, পুরস্কার বিতরণ এবং টাইগার শার্ক ওপেন এয়ার স্কাউট গ্রুপের নতুন লোগো উন্মোচন অনুষ্ঠান।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ ইউসুফ হারুন, জাতীয় কমিশনার (বিধি), বাংলাদেশ স্কাউটস এবং সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং সভাপতিত্ব করেন জনাব মোঃ আনোয়ারুল ইসলাম সিকদার, এনডিসি, জাতীয় কমিশনার (ভূ-সম্পত্তি), বাংলাদেশ স্কাউটস এবং সভাপতি, টাইগার শার্ক ওপেন এয়ার স্কাউট গ্রুপ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাইগার শার্ক ওপেন এয়ার স্কাউট গ্রুপের সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ আব্দুল করিম, এনডিসি, ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব), বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, সহ-সভাপতি ড. মোঃ মোশাররফ হোসাইন, পিএইচডি, প্রাক্তন জাতীয় উপ-কমিশনার (ভূ-সম্পত্তি), বাংলাদেশ স্কাউটস এবং যুগ্ম-সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সহ-সভাপতি জনাব সফিকুল ইসলাম, এলটি, আঞ্চলিক উপ-কমিশনার(প্রশিক্ষণ), বাংলাদেশ স্কাউটস এয়ার অঞ্চল, সম্পাদক জনাব শেখ আরিফুর রহমান (রাজু), যুগ্ম-সম্পাদক জনাব মোঃ নাজিম উদ্দীন, কোষাধ্যক্ষ জনাব মোঃ মাসহুরুল হক (রাজন) সহ গ্রুপ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
Number of participants
60
Service hours
120
Location
Bangladesh
Topics
Youth Programme
Youth Engagement
Personal safety
SDGS

Share via

Share