পরিষ্কার টয়লেট নির্মান প্রকল্প ২০২৫

টেকসই উন্নয়ন অভীষ্ট এর লক্ষ্য পূরণ করতে এই প্রকল্প টি করেছি। মূলত যেসব বাড়িতে সুষ্ঠ পায়খানার ব্যবস্থা নেই আমরা সেই সব জায়গাতে পায়খানার ব্যবস্থা করেছি। এতে রোগজীবাণু প্রতিরুধ করা হয়েছে। অস্বাস্থ্যকর পায়খানার ব্যবস্থার ফলে কির্মী, ডায়রিয়া, কলেরা , আমাশয় ইত্যাদি রোগের সৃষ্টি হয়। স্বাস্থ্য সম্মত পায়খানার তৈরির ফলে রোগজীবাণু আর ছড়াবে না।
স্কাউট দের মূল লক্ষ্য হলো প্রতিদিন কারো না কারো উপকার করা। আমি এই প্রকল্পের মাধ্যমে সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের জন্য স্বাস্থ্য সম্মত পায়খানার ব্যবস্থা করেছি। যার কারণে তারা রোগ জীবাণু মুক্ত জীবন যাপন করতে পারবে। এছাড়া অস্বাস্থ সম্মত পায়খানার ব্যবহার এর কারণে যেকোনো মানুষ অসুস্থ হয়ে থাকে। এই কথা ভেবে অগ্নিবীণা রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপ আগামী ২৮/০২/২০২৫ হতে ০৩/০৩/২০২৫ পর্যন্ত গ্রামের ২০০০ টি স্বাস্থ্য সম্মত পায়খানার ব্যবস্থা করেছি। এই প্রকল্পের মাধ্যমে ২০০০ মানুষ সুবিধা পেয়েছে।
এই প্রকল্প থেকে আমি উপলব্ধি করেছি যে সেবার প্রকৃত মানে হলো, সবচেয়ে বিপদগ্রস্ত সময়ে মানুষের পাশে থাকা। যখন সেই অসহায় মানুষগুলোর মুখে স্বস্তি ও আশার ঝলক দেখতে পেয়েছি, তখনই মনে হয়েছে আমার সেবার প্রচেষ্টা সার্থক হয়েছে।
Started Ended
Number of participants
1
Service hours
24
Beneficiaries
2000
Topics
Health lifestyles
Healthy Planet
Nature and Biodiversity
SDGS

Share via

Share