পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

একদিন যখন আমি আমাদের আশেপাশের সড়কে অপরিচ্ছন্ন পরিবেশ দেখলাম, তখন বুঝলাম, আমাদের একে অপরের সহযোগিতা ছাড়া কিছুই সম্ভব নয়। সেই অনুভূতির পর আমি পরিচ্ছন্নতা অভিযান শুরু করতে অনুপ্রাণিত হলাম এবং আমি তখনই ইউনিট লিডার ও সঙ্গী স্কাউটদের ব্যাপারটা জানাই এবং একে অপরকে সহযোগিতা করার মাধ্যমে আমরা অভিযানটি বাস্তবায়ন করি।
এই প্রজেক্টটি কার্যকর করার জন্য আমরা প্রথমে একটি পরিকল্পনা তৈরি করি। এরপর আমরা এই প্রজেক্টটি কার্যকর করার জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করি। আমাদের পরিকল্পনা অনুযায়ী ৯ই আগস্ট, ২০২৪, শুক্রবার ১৪ জন স্কাউট ও ইউনিট লিডারকে নিয়ে আমরা কাজ শুরু করি। এই প্রজেক্টের সার্বিক দায়িত্বে ছিলেন, ইউনিট লিডার খোরশেদ আহমদ এ এল টি । আমরা তার নেতৃত্বে পঙ্গু হাসপাতাল, চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট, পশ্চিম আগারগাও এলাকায় আমাদের অভিযান পরিচালনা করি ।
এই প্রকল্পের মাধ্যমে আমি শিখেছি যে, সচেতনতা তৈরি করা শুধু প্রয়োজনীয় নয়, বরং তা দীর্ঘমেয়াদি পরিবর্তন আনতে সহায়তা করে। প্রকল্পটি স্থানীয় জনগণের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে সক্ষম হয়েছে, যা ভবিষ্যতে প্রভাব ফেলবে। টেকসই পরিবর্তন আনতে হলে শুধু একদিনের কার্যক্রম যথেষ্ট নয়। প্রকল্পটি যদি দীর্ঘকালীনভাবে চলতে থাকে, তবেই তা সঠিক ফলাফল এনে দিতে সক্ষম। এই প্রকল্পের মাধ্যমে আমি শিখেছি যে, সচেতনতা তৈরি করা শুধু প্রয়োজনীয় নয়, বরং তা দীর্ঘমেয়াদি পরিবর্তন আনতে সহায়তা করে।
Number of participants
15
Service hours
3
Beneficiaries
1000
Location
Bangladesh
Topics
Nature and Biodiversity
SDGS
Initiatives
Environment and Sustainability

Share via

Share