Profile picture for user shohrab
Bangladesh

পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

প্লাস্টিক ও পলিথিন মুক্ত আবাস গড়ার লক্ষ্যে আমাদের এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। আমাদের সমাজের জন্য, মাটির জন্য প্লাস্টিক-পলিথিন খুবই মারাত্মক ক্ষতি সাধন করে। এমন কার্যক্রম চালানোর মাধ্যমেে আমরা এ ক্ষতি থেকে বাচতে পারবো। যা আমাদের সমাজের জন্য, পরিবেশের জন্য এবং প্রকৃতির জন্য ভালো। সেই আশা নিয়ে, কাহালু সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সদস্যরা আমরা এ উদ্যোগ গ্রহন করি।
কাহালু সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের ১০ জন সদস্য মিলে আমরা এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন করি। বেলা ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত, ৩ ঘন্টা কাজ করি। কলেজের বিভিন্ন স্থানে এবং রাস্তায় পরে থাকা প্লাস্টিক ও পলিথিন সংগ্রহ করে, তা পুড়িয়ে ফেলি। পরিবেশের জন্য প্লাস্টিক পলিথিনের ক্ষতিকর দিকগুলো মানুষকে জানাই ও নির্দিষ্ট স্থানে তা ফেলার জন্য উদ্বুদ্ধ করি।
এ কাজের মাধ্যমে, আমি আমার চারপাশের পরিবেশ ও প্রকৃতি সুস্থ, সুন্দর রাখতে সাহায্য করেছি। যা একটি দেশের প্রত্যেক নাগরিকের দায়িত্ব, দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। নিজ প্রতিষ্ঠানে এ কাজ করে আমি শিক্ষকদের বাহবা ও ভালোবাসা পেয়েছি। একজন সেচ্ছাসেবক হিসেবে এ কাজ করে আমি অনেক গর্বিত
Number of participants
10
Service hours
3
Beneficiaries
250
Topics
Better Choice
Clean Energy
Healthy Planet
Peacebuilding

Share via

Share