পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
আমাদের দেশে, বিশেষ করে শহরাঞ্চলে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব একটি বড় সমস্যা। রাস্তাঘাট নোংরা ও অপরিচ্ছন্ন থাকবে, এটাই যেন স্বতঃসিদ্ধ। নগরের রাস্তাঘাট পরিষ্কার করার দায়িত্ব মূলত সিটি করপোরেশন ও পৌরসভাগুলোর। কিন্তু প্রায়ই দেখা যায়, এসব প্রতিষ্ঠান তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করছে না।
স্কাউট সামী আল জাবির মাহিন এর নেতৃত্বে ইউনিট লিডার এর সহায়তায় এক বিশেষ কার্যক্রম (পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান) পরিচালনা করা হয়, এতে স্কাউট গ্রুপের প্রায় ৩৪ জন সদস্য অংশগ্রহন করে, স্কাউটদের এ কাজে ময়মনসিংহ সদরের এলাকাবাসী সাধুবাদ জানায়।
মানুষের বাড়ির আশপাশের ময়লা আবর্জনা পরিষ্কার করি এবং তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করা হয়। এতে প্রায় ১০০ মানুষ উপকৃত হয়।
আসলে আমরা সবাই যদি সচেতন হই, তাহলে কোথাও কোনো ময়লা-আবর্জনা পড়ে থাকার কথা নয়। নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব আছে নিজের নগর পরিষ্কার রাখার।