 
পরিচ্ছন্নতা কার্যক্রম
স্কাউট ডেন এর ভিতরে এবং বাহিরের পরিষ্কার পরিচ্ছন্নতা স্কাউটদের দায়িত্ব।সেই লক্ষকে ধারণ করে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছি
      
            ১৩ জানুয়ারী ২০২৩ তারিখে কাপ্তাই জেলা নৌ স্কাউটস এর সম্মানীত জেলা সচিব কমান্ডার  M A Shahjalal স্যার এর নেতৃত্বে ও নির্দেশনায় কাপ্তাই জেলা নৌ স্কাউটস এর অফিসের ভিতরে এবং বাহিরে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
      
            ২০ জন স্কাউট উক্ত প্রজেক্ট হতে লাভবান হয়। এর দ্বারা আশেপাশের পরিবেশ সুন্দর হয়েছে এতে স্কাউটরা ছারা ও আশেপাশের সাধারণ মানুষ উপকৃত হয়েছে
      
            পরিষ্কার পরিচ্ছন্নতা প্রতিটা স্কাউটের জীবনে গুরুত্বপূর্ণ অংশ স্কাউটরা হাতে কলমে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত হতে অনেক কিছু শিখতে পেরেছ এবং পরিষ্কার থাকার সুফল সম্পর্কে জেনেছে।
      
  
           
       
 
 
 
