
পরিচ্ছন্নতা অভিযান
"এই শহর আমার, এই দেশ আমার, পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার"
আলহামদুলিল্লাহ্, আজ ১৬ই অক্টোবর ২০২০ইং তারিখ, রোজঃ শুক্রবার BD Clean Jamalpur টিম কর্তৃক জামালপুর ফৌজদারি মোড় সংলগ্ন জামালপুর জেলা পরিষদ প্রাঙ্গন ও তার আশপাশের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করে ইভেন্ট সুন্দর ভাবে সম্পন্ন করা হয়। আসুন একসাথে আপনি ও আমরা সবাই মিলে ছড়িয়ে দেয় পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতার বার্তা। আসুন সবার মাঝে দেশপ্রেম উজ্জীবিত করে হয়ে উঠি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার একজন গর্বিত অংশীদার। একজন সহযোদ্ধা হয়ে পরিচ্ছন্ন জামালপুর জেলা গড়ে তুলি।
তাই যুক্ত হোন আপনিও এই পরিচ্ছন্নতার যুদ্ধে,পরিচ্ছন্নতার মিছিলে।
#পরিচ্ছন্নতা_শুরু_হোক_আমার_থেকে #পরিচ্ছন্ন_বাংলাদেশের_স্বপ্ন_বার্তা"