Profile picture for user baypok
Bangladesh

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি।

বৈশ্বিক পরিস্থিতিতে অক্সিজেনের স্বল্পতা এবং কার্ব ডাই অক্সাইডের পরিমান বৃদ্ধির জন্য সরকার কতৃক গৃহীত স্লোগান গাছ লাগাই পরিবেশ বাছাই থেকে অনুপ্রানিত হয়েছি।
আমরা মোট ৫ জন রোভার মিলে ঢাকা জেলার মুগদা থানাধীন গ্রিন মডেল টাউনে বৃক্ষরোপন কর্মসূচী পালন করি। এসময় নতুন চারা লাগানো এবং তাতে পানি দিয়ে কার্যক্রম পরিচালনা করা হয়। মোট ৬০ টি বিভিন্ন ধরনের ফুল ও ফলের গাছ লাগলোনো হয়েছে।
আমাদের উক্ত প্রকল্পটি বাস্তবায়নের দ্বারা গাছের ছায়া ও ফল সহ বিভিন্নভাবে অসংখ্য মানুষ উপকৃত হয়।আমরা সেই সংখ্যাটা ৬০০ জন কল্পনা করেছি। আমাদের দেখে অন্যরাও গাছ লাগানোতে আগ্রহী হয়েছেন। তাদের গাছের উপকার সম্পর্কে জানানোর পর তারা গাচ লাগানোতে যথেষ্ট আগ্রহী হয়েছেন।
Number of participants
1
Service hours
6
Beneficiaries
600
Location
Bangladesh
Topics
Healthy Planet
Nature and Biodiversity
SDGS
Initiatives
Environment and Sustainability

Share via

Share