পরিবেশ রক্ষায় বৃক্ষরোপন কর্মসূচি
বৈশ্বিক পরিস্থিতিতে অক্সিজেনের স্বল্পতা এবং কার্ব ডাই অক্সাইডের পরিমান বৃদ্ধির জন্য সরকার কতৃক গৃহীত স্লোগান গাছ লাগাই পরিবেশ বাছাই থেকে অনুপ্রানিত হয়েছি।
আমরা মোট ২৪ জন স্কাউট-রোভার মিলে ঢাকা জেলার মুগদা থানাধীন গ্রিন মডেল টাউনে বৃক্ষরোপন কর্মসূচী পালন করি। এসময় নতুন চারা লাগানো এবং তাতে পানি দিয়ে কার্যক্রম পরিচালনা করা হয়।
আমাদের উক্ত প্রকল্পটি বাস্তবায়নের দ্বারা গাছের ছায়া ও ফল সহ বিভিন্নভাবে অসংখ্য মানুষ উপকৃত হয়।আমরা সেই সংখ্যাটা ৬০০ জন কল্পনা করেছি। আমাদের দেখে অন্যরাও গাছ লাগানোতে আগ্রহী হয়েছেন। তাদের গাছের উপকার সম্পর্কে জানানোর পর তারা গাচ লাগানোতে যথেষ্ট আগ্রহী হয়েছেন।
পরিবেশ দূষণ রোধের এবং জনজীবনের সুস্বাস্থ্যের জন্য বৃক্ষের উপকারিকা অম্লান। যা সর্বাস্থায় নিজের প্রতিটি অংশ দিয়ে মানুষের উপকার করে।