প্রাকৃতিক দুর্যোগে সাড়াদান-২০১৭
পাহাড়ধসের ঘটনায় কাপ্তাই উপজেলায় ১৮ জনের প্রাণহানি ঘটেছে। আহত হন ৬৫ জন। ২১৭ পরিবারের বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত এবং ৪২২ পরিবারের আংশিক ক্ষতিগ্রস্ত হয়। গত ১৩ জুন কাপ্তাই-চট্টগ্রাম সড়কের কাপ্তাই অংশের ১৫ কিলোমিটারের কমপক্ষে ২০ স্থানে পাহাড়ের মাটিধস ও গাছপালা ভেঙে সড়ক যোগাযোগ বন্ধ ছিল। জেলা শহর রাঙামাটির সাথে যোগাযোগের মাধ্যম বড়ইছড়ি-ঘাগড়া সড়ক ও কাপ্তাই-আসামবস্তি সড়ক বিধ্বস্ত হয়েছে। দুর্যোগের ২০ দিন পর সড়ক দুটি বিজিবি ও কাপ্তাই নৌ স্কাউট সদস্যদের প্রচেষ্টায় মাটি সরিয়ে হালকা যান চলাচলের উপযোগী করা হলেও এখনো ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কাপ্তাইয়ের প্রত্যেকটি ইউনিয়নের সাথে উপজেলার সংযোগ সড়কগুলো ভেঙে খানাখন্দে অচল হয়ে পড়েছে। অর্ধশত ব্রিজ-কালভার্ট ক্ষতি হয়েছে। এখনো অনেক সড়ক স্বাভাবিক হয়নি।