প্লাস্টিক টাইড টার্নাস চেলেঞ্জ ব্যাজ
প্লাস্টিক টাইড টার্নাস চেলেঞ্জ ব্যাজ এর বিভিন্ন ধাপ হিসেবে প্লাস্টিক বেবহার বর্জন করার জন্য সচেতনতা মূলক প্রচারনা চালানো হয়।
উক্ত কাজের অংশ হিসেবে আনন্দ মোহন কলেজ রোভার স্কাউট এর রোভারগন লিফলেট বিতরন,র্যালী,প্লাস্টিক বর্জ অপসারন, কাউন্সিলিং করা করেন।