প্লাস্টিক টাইড টার্নারস চ্যালেঞ্জ ব্যাজ নেতৃত্ব পর্যায়
Profile picture for user president.sikdershawn.287_1
Bangladesh

প্লাস্টিক টাইড টার্নারস চ্যালেঞ্জ ব্যাজ নেতৃত্ব পর্যায়

"প্লাস্টিক টাইড টার্নারস চ্যালেঞ্জ ব্যাজ" পর্যায় : নেতৃত্ব #সমাজ সেবা : ১.প্লাস্টিক পণ্য পুণঃব্যবহারে উৎসাহ প্রদান এবং ক্ষতিকর প্রভাব সম্পর্কে ধারণা প্রদান... নিজ পরিবার থেকে শুরু করে,স্কাউট ইউনিট, এলাকার পাড়া-প্রতিবেশীসহ সাধারণ মানুষকে প্লাস্টিক পুণঃব্যবহারের পদ্ধতি সম্পর্কে অবহিত করেছি এবং পুণঃব্যবহারে উৎসাহিত করেছি। 2. বাসাবাড়ি, রাস্তার অলি-গলি; বাজার,শিক্ষা প্রতিষ্ঠানসহ যে যে স্থানে লােকের সমাগম বেশি সে সে স্থানে প্ল্যাকার্ড, পােস্টারের মাধ্যমে সাধারণ মানুষকে প্লাস্টিক পণ্য সম্পর্কে সচেতন, বর্জন, পুনঃব্যবহার এবং নিরুৎসাহিতকরণ কার্যক্রম.... প্রতিপাদ্য : -প্লাস্টিকের ব্যবহার করতে হবে পরিহার - পলিথিনের ব্যবহার কম করি, সুন্দর পরিবেশ গড়ে তুলি। -প্লাস্টিক পণ্য বর্জন করি, পরিবেশ বাঁচাতে অবদান রাখি। -প্লাস্টিক পুনঃব্যবহার করি, না পারলে বর্জন করি। -প্লাস্টিক স্বাস্থ্য ঝুকি বাড়ে। -পলিথিন ব্যাগ ব্যবহার না করে পাট জাত ব্যাগ ব্যবহার করি। - বাঁচাও পৃথিবী, বাঁচাও দেশ, প্লাস্টিক ব্যবহার কর শেষ। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য বর্জন করি, প্লাস্টিক পুনঃব্যবহারে সচেতন হই। এতে পরিবেশ রক্ষার পাশাপাশি আমাদের স্বাস্থ্য ঝুঁকিও কমবে। তাই আসুন, প্লাস্টিককে 'না' বলি, পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করতে সহায়তা করি। # সমাজ উন্নয়ন : >প্লাস্টিক পণ্যের জরিপ : প্লাস্টিক পণ্যের একটি তালিকায় বিভিন্ন ধরনের প্লাস্টিকের ব্যবহৃত পণ্যের নাম এবং পণ্যের পরিমাণ উল্লেখ্য করা হয়েছে। নামঃ মোঃ শাওন শিকদার ইউনিটঃ ট্রুপ ২১ ওপেন স্কাউট গ্রুপ। BS ID: AM7669 #PTTCBadgeBDScouts" প্লাস্টিক টাইড টার্নারস চেলেঞ্জ ব‍্যাজ " (Plastic Tide Turners Challenge Badge.) #PTTCB #PTTCBadgeBDScouts #BangladeshScouts #PTTCBadgeWorldScouts #wosm #troop21openscoutgroup #troop21openscouts

Number of participants
7
Service hours
42
Location
Bangladesh
Topics
Youth Programme
Youth Engagement
Legacy BWF

Share via

Share