প্লাস্টিক টাইড টার্নারস
প্লাস্টিক বানানো এবং ব্যবহার করা হলে এটি বিশেষ করে পরিবেশে ক্ষতি করতে পারে । প্লাস্টিকের কারনে শহরের নানা স্থানে ড্রেন , নর্দমা পানি জমে থাকে পরিস্কার এর অভাবে । শহর কে পরিস্কার রাখতে এবং পরিবেশের ক্ষতি কমিয়ে আনতে মানুষকে সচেতন করি ।
বিভিন্ন ব্যানার এবং প্ল্যাকার্ড এর মাধ্যমে কয়েকটি নিদিষ্ট এলাকার মধ্যে আমি আমার প্রজেক্ট বাস্তবায়ন করি । উক্ত এলাকার মানুষগুলোকে আমরা প্লাস্টিক সম্পর্কে সচেতন করি , ব্যবহার কিভাবে কমিয়ে আনা যায় তা সম্পর্কে অবগত করি ।
আমি শহরের একটি নিদিষ্ট এলাকা বাছাই করে ব্যানারের মাধ্যমে মানুষকে সচেতন করি এতে উক্ত এলাকার ১০০ থেকে ২০০ মানুষ এই ব্যাপারে জানতে পারে এবং অনেকেই সচেতন হয়ে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনে ।
প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশকে ক্ষতির পরিমাণ থেকে কমিয়ে আনা সম্ভব এবং এতে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে মানুষ কে সচেতন করা ।