"প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ"প্রারম্ভিক পর্যায়ের কার্যক্রম।

ধাপঃ সমাজ সেবা ও সমাজ উন্নয়ন কার্যক্রম। প্রতিপাদ্যঃ "একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন করি প্লাস্টিক পুনঃব্যবহারে সচেষ্ট হই" আমার কার্যক্রমঃ ২০টি পরিবারকে একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক ব্যবহার নিরুৎসাহিত করি এবং পাশাপাশি প্লাস্টিকের পুনঃব্যবহারের সম্পর্কে তথ্য বিনিময় করি। প্লাস্টিক দিয়ে ৩টি কারুকাজ করি। প্লাস্টিক দিয়ে ৩টি কারুকাজ ১. প্লাস্টিক বোতল দিয়ে কলমদানী তৈরি । ২. প্লাস্টিক বোতল দিয়ে নৌকা সেচনী তৈরি। ৩. প্লাস্টিক কৌটা দিয়ে গাছের চারা লাগানোর টব তৈরি । প্রয়োজনীয় উপকরণঃ পরিত্যাক্ত প্লাস্টিকের বোতল, কৌটা,কাগজ, কাচি, সুতা, রশি,টেপ,লেস । নাম: মোহাম্মদ রুবেল মোল্লা স্তর: প্রশিক্ষন বি এস আইডিঃ AJ3726 ইউনিটঃ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ,তেজগাঁও, ঢাকা-১২০৮ #PTTTCB #PTTCBadgeBDscout #bsroverregion #Dhaka_District_Rover #Bangladesh_scout #DPIRSG
Started Ended
Number of participants
1
Service hours
72
Location
Bangladesh
Topics
Legacy BWF

Share via

Share