প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ-নেতৃত্বপর্যায় ও চ্যাম্পিয়ন পর্যায়
Profile picture for user symumofficials@gmail.com_1
Bangladesh

প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ-নেতৃত্বপর্যায় ও চ্যাম্পিয়ন পর্যায়

★নেতৃত্বপর্যায়ঃ
√সমাজ সেবা -
১.প্লাস্টিক পণ্য পুণঃব্যবহারে উৎসাহ প্রদান কার্যক্রম:
নিজ পরিবার থেকে শুরু করে ইউনিট ও নিজ প্রতিষ্ঠানের সহপাঠীসহ সমাজের সাধারণ মানুষকে পুণঃব্যবহারে উৎসাহ প্রদান.
২.প্ল্যাকার্ড , পােস্টারের মাধ্যমে সচেতন কার্যক্রম:
√শিক্ষা প্রতিষ্ঠান , হাট বাজারসহ যে সকল স্থানে লােক সমাগম বেশি সে সকল স্থানে প্ল্যাকার্ড , পােস্টারের মাধ্যমে সাধারণ মানুষকে প্লাস্টিক পণ্য ব্যবহার কমানাের জন্য সচেতন কার্যক্রম ।
√কাগজ , পােস্টার কাগজ দিয়ে প্ল্যাকার্ড , পােস্টার তৈরি
 ''একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন করি ,প্লাস্টিক পণ্য পুণঃব্যবহারে সচেতন হই''
আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি , প্লাস্টিক পণ্য পুণঃব্যবহার করি , না পারলে বর্জন করি । পলিথিন বর্জন করি , সবুজ বাংলাদেশ গড়ি । প্লাস্টিক ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকি বাড়ে।

★সমাজ উন্নয়নঃ
১. গ্রুপ কার্যক্রম ( প্লাস্টিকের জরিপ ) একটি তালিকায় বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্য এর নাম এবং বয়স ভিত্তিক ঘর আছে যেখানে উল্লেখ করা হয়েছে কি পরিমাণ প্লাস্টিক পণ্য ব্যবহার করা হয়।

২. গ্রুপ কার্যক্রম (বর্জ্য অনুমানঃ প্লাস্টিকের কী ধরনের বর্জ্য জমা হচ্ছে । বর্জ কী পরিমান ক্ষতি করছে ।

 

★চ্যাম্পিয়ন পর্যায়ঃ
√সমাজ সেবা ও সচেতনতা ( ২ সপ্তাহ ):
★সঠিক স্থানে প্লাস্টিক বর্জ্য অপসারণের লক্ষ্যে উৎসাহ প্রদান ও বাস্তবায়ন করা ।

★প্রতিষ্ঠান / সংস্থা / দোকান / ব্যক্তি পর্যায় এ প্লাস্টিক পুনঃব্যবহার এবং প্লাস্টিকের বিকল্প ব্যবহার করার বিষয়ে বাস্তবায়ন ও উৎসাহ প্রদান করা ।
√সমাজ উন্নয়ন(৩ সাপ্তাহ):
★গ্রুপ কার্যক্রমঃ ( নদীর পাড় / সাগর পাড় / সমুদ্র পাড়/ পুকুর / খাল / ড্রেন এর বর্জ্য অপসারণ স্থানীয় জনপ্রতিনিধি বা মুরব্বিদের সাথে নিয়ে প্লাস্টিক অপসারণ কাজ সম্পূর্ণ করা ।

★গ্রুপ কার্যক্রমঃ নতুন উদ্ভাবক স্থান থেকে
প্লাস্টিক অপসারণ কাজ সম্পূর্ণ করা ।

★গ্রুপ কার্যক্রমঃ ( প্রতিষ্ঠান / সংস্থা / দোকান / ব্যক্তি পর্যায় এ এর প্লাস্টিক ব্যবহার কমানাে এবং ৫০ % প্লাস্টিকের বিকল্প ব্যবহার ) সম্পূর্ণ নিশ্চিত করা ।

 

 

নাম : মোঃ  মোঃ সাইমুম ইসলাম
BS ID:AO 8596
ইউনিট : গোল্ডেন ঈগল মুক্ত স্কাউট দল, কুর্মিটোলা জেলা এয়ার।
#PTTCBadgeBDScouts

Started Ended
Number of participants
20
Service hours
5400
Location
Bangladesh
Topics
Youth Engagement
Legacy BWF
Global Support Assessment Tool

Share via

Share