প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ কার্যক্রম
Profile picture for user Jubair Bin Mokles_1
Bangladesh

প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ কার্যক্রম

"প্লাস্টিক বর্জন করি, সুন্দর বাংলাদেশ গড়ি" এই শ্লোগানের মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম শুরু করি।
 

১। তাত্ত্বিক:

★ প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ সম্পর্কে জ্ঞান অর্জন করি।

★ প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ নীতিমালা সম্পর্কে জ্ঞান অর্জন করি।

 

২। সমাজ সেবা:

★ প্লাস্টিকের পুনঃব্যবহারের প্রয়োজনীয় তথ্য দেই।

★ একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক ব্যবহারে নিরুৎসাহিত করি।

★ প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে সাধারণ মানুষকে প্রয়োজনীয় তথ্য দেই।

১. প্লাস্টিক পন্য পুনঃব‍্যবহারে উৎসাহ প্রদান করা।

নিজ পরিবার থেকে শুরু করে ইউনিট ও নিজ প্রতিষ্ঠানের সহপাঠী সহ সমাজের সাধারণ মানুষকে প্লাস্টিক ব‍্যবহারে উৎসাহ প‍্রদান করা।

 

২. প্ল‍্যাকার্ড, পোস্টারের মাধ্যমে সচেতন করা।

 

3. শিক্ষা প্রতিষ্ঠানে, হাট বাজার সহ সকল স্থানে লোক সমাগম বেশি সে সকল স্থানে প্ল‍্যাকার্ড, পোস্টারের মাধ্যমে মানুষকে সচেতন করা।

 

* শ্লোগান প্রচার :

 

" ফেলব না প্লাস্টিক যত্রতত্র

   মনে রাখব এই মন্ত্র "

* ব্যানার, প্ল্যাকার্ড, পোষ্টারের মাধ্যমে সবাইকে প্লাস্টিক ব্যবহারে নিরুৎসাহিত করা এবং প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে ২৫ টি বাড়িতে, বিভিন্ন দোকানে, ও জনসাধারণ কে সচেতন করা হয় এবং প্লাস্টিকের ক্ষতিকর বিষয়গুলো সম্পর্কে ধারণা দেওয়া হয়।

 

* MÖæ‡ci Kvh©µgt b`xi cvo/ cyKzi cvo/ Lvj cvo/ ‡Wªb BZ¨vw` Ges GKBmv‡_ bZzb উদ্ভাবিত ¯’vb †_‡K ¯’vbxq RbcÖwZwbwa ev gyiweŸ‡`i mv‡_ wb‡q cøvw÷K AcmviY KvR m¤ú~Y© করা হয়।

Started Ended
Number of participants
10
Service hours
6180
Location
Bangladesh
Topics
Youth Programme
Youth Engagement
Legacy BWF

Share via

Share