প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ এর প্রারম্ভিক পর্যায় কার্যক্রম

প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজের প্রারম্ভিক পর্যায়ের কার্যক্রম বাস্তবায়নে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের কয়েকজন রোভার ও গার্ল-ইন রোভার একত্রে ২০টির মত পরিবারকে প্লাস্টিক ব্যবহারে নিরুৎসাহিত ও প্লাস্টিকের পুনঃব্যবহার সম্পর্কে বাসায় গিয়ে আলোচনা করি। প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ এর প্রারম্ভিক পর্যায়ঃ- ১। সমাজ উন্নয়ন প্রকল্পঃ ২০ টি পরিবারকে একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক ব্যবহারে নিরুৎসাহিত করা এবং প্লাস্টিকের পূর্ন ব্যবহার নিশিত করা। ২। সমাজ সেবাঃ প্লাস্টিক কুড়িয়ে পরিষ্কার এবং সুন্দর পরিবেশ সৃষ্টি করা। ৩। প্লাস্টিক দিয়ে কারুকাজঃ প্লাস্টিকের বোতল ও কাগজ দিয়ে বিভিন্ন ধরনের ফুল/শো পিচ/ ফুলদানি/ ফুলের টব বানানো। নামঃ মোঃ কাওসার আহমেদ ইউনিটঃ দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ। বিএস আইডিঃ AB4178 “প্লাস্টিক এর ব্যবহার কম করি, সুস্থ সুন্দর পরিবেশ গড়ি।” একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক বর্জন করি। #PTTCBadgeBDScout #PTTCB #BangladeshScouts #pttcbadgeworldscouts
Number of participants
8
Service hours
192
Topics
Youth Programme
Personal safety
Legacy BWF
Global Support Assessment Tool
Partnerships

Share via

Share