Profile picture for user imamhasan01
Bangladesh

"পবিত্র ঈদুল আজহায় ট্রেন যাত্রীদের সেবা প্রদান"

ঈদ আমাদের জন্য একটি বড় উৎসবের দিন। এ সময় মানুষ ফিরে আসে তাদের আপন মানুষের কাছে, যেমন তাদের পিতা-মাতা, ভাই-বোন। পথে পথে নানা সমস্যায় পড়েন তারা। তাদের সেবা দিতেই আমাদের এই উদ্যোগ।

আমি কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করতে চাই যে, বাংলাদেশ স্কাউটস রেলওয়ে অঞ্চলের রোভার সদস্যরা এ প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তারা যাত্রীদের সুবিধার্থে নির্দিষ্ট স্থানে সেবা বুথ স্থাপন করে সহযোগিতা করেছেন। আমি তাদের সাথে মিলে যাত্রীদের টিকিট যাচাকরে ট্রেনে ওঠা-নামার সময় ভারী ব্যাগ বহনে সহায়তা এবং নির্ধারিত সিট খুঁজে পেতে দিকনির্দেশনা প্রদান করেছি। 

এই উদ্যোগের মাধ্যমে আমি ঈদযাত্রার ৪ দিনে প্রায় ৪০০-এরও বেশি যাত্রীকে সহায়তা করেছি। মানুষের পাশে থেকে সেবা করার এই অভিজ্ঞতা আমার জন্য গর্বের এবং অনুপ্রেরণার।

আমরা রোভার। আমাদের মূলমন্ত্র হল সেবা। আমাদের উচিত মানুষের সেবা করা। আর মানুষের পাশে থাকা, তাদের সাহায্য করার আনন্দ যেন ঈদের আনন্দকে দ্বিগুণ করে দেয়।

Started Ended
Number of participants
1
Service hours
24
Beneficiaries
400
Location
Bangladesh
Topics
Civic engagement
Humanitarian action
Youth Programme

Share via

Share