
National Voter Day -2020
জাতীয় ভোটার দিবস -২০২০উৎযাপন। ভোটার হয়ে ভোট দিব দেশ গড়ায় অংশ নেব এই প্রতিপাধ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় নির্বাচন কমিশন কতৃক আয়োজিত জাতীয় ভোটার দিবস -২০২০ জাতীয় সংসদ ভবনের সামনে থেকে আনন্দ র্যালি ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে ভোটারদের ভোটার হতে উৎসাহ করা ভোট প্রদান করে যোগ্য নাগরিকের দায়িত্ব পালনে উৎসাহিত করা হয়। এতে ৯০০ জন স্কাউট, রোভার ও সাধারণ জনগণ অংশগ্রহণ করে।