নিউ মার্কেটের ভয়াবহ অগ্নি নির্বাপণে সহায়তা
একজন স্বেচ্ছাসেবক অগ্নিনির্বাপক হওয়ার মাধ্যমে, মানুষের জীবনে পরিবর্তন আনতে এবং অন্যদের সাহায্য ও সুরক্ষার জন্য নিবেদিত একটি দলের অংশ হিসেবে কাজ করে যাব।
হাজার হাজার দোকান সহ বাংলাদেশের অন্যতম বড় মার্কেটের হল নিউ মার্কেট এ হঠাৎ সেথানে একটি অগ্নি দুর্ঘটনা ঘটে।এ খবর শোনার পর আমার দলের সকল সদস্য মিলে আর এস এল (নাজমুল হক টিটু ) স্যার এর কাছ থেকে অনুভূতি নিয়ে যত দ্রুত সম্ভব সেখানে গিয়ে বাংলাদেশ স্কাউটের পক্ষ থেকে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করি।
সেখানে প্রায় কয়েক হাজার দোকানদার তাদের শেষ রক্ষা করার জন্য যথাসাধ্য চেষ্টা করছিল।সেখানে আমরা সাধ্যমত সাহায্য করেছি।বাংলাদেশ ফায়ার সার্ভিস, বিমান বাহিনী, নৌবাহিনী ছাড়াও অনেক সরকারি, বেসরকারি সংস্থা নিজ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেছে।আমরাও সেখানে তাদের সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি।
সেখানে থেকে অনেক কিছু শিখেছি, আগুন থেকে নিজেদের রক্ষা করতে যথাযথ প্রয়োজনীয় উপকরণ পরিধান করেছি।উত্তেজিত জনতাকে অগ্নিকুণ্ড থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান।ফায়ার সার্ভিস এর কাজে বিঘ্ন না ঘটে লক্ষ্য রেখেছি ও তাদেরকে সাহায্য করেছি