নিজে পরিস্কার থাকি দেশকে পরিষ্কার রাখি।

আমরা এ কাজ করার সময় অনেক সমস্যার সম্মুখীন হয়েছি কিন্তু আমরা হাল ছেড়ে দেয়নি কারণ আমরা স্কাউট। স্কাউট জানে কিভাবে সকল সমস্যাকে উপেক্ষা করে নিজের পথে এগিয়ে চলতে হয়। নিজেকে এবং দেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য আমরা সবকিছু করতে পারি। কারণ স্কাউট সদা প্রস্তুত। তোমরাও এরকম কাজ করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হবে কিন্তু তোমাদের সেই সকল সমস্যা উপেক্ষা করে এগিয়ে চলতে হবে এবং দেশকে এবং দেশের মানুষকে ভালো রাখতে হলে এরূপ কাজ করতে হবে।

আমরা আমাদের চারপাশের এলাকা গুলো প্রথমে পরিষ্কার করি এরপরে আমাদের থানার এলাকা গুলো একটু নোংরা ছিল সেগুলো পরিষ্কার করি। পরিষ্কারের সময় অনেকেই আমাদের কাছে সাহায্য করেছে কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম রাস্তায় যানজট তৈরি হয়েছে তাই আমাদের চারজন সদস্যের মধ্যে দুইজন সদস্য পরস্কার কাজ চালনা করে এবং দুজন যানজট নিরাময় কার্যক্রম পরিচালনা করে।

আমরা এখান থেকে শিখতে পারি কিভাবে দেশকে এবং দেশের মানুষকে পরিষ্কার রাখা যায় দেশের বিভিন্ন কার্যক্রমে অংশ নেয়া যায় এবং বিধি বিধান মেনে স্কাউটিং কে সাথে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়।

Started Ended
Number of participants
1
Service hours
18
Beneficiaries
20
Location
Bangladesh
Topics
Civic engagement
Clean Energy
Health lifestyles

Share via

Share