Profile picture for user one.murtuzasjim_1
Bangladesh

নদী ভাঙন রোধে পাড় রক্ষাকারী বাঁধ নির্মাণ

প্রাকৃতিক বিপর্যয় রোধে রোভার হিসেবে যেকোন প্রয়োজনে আমাদের এগিয়ে আসা উচিত
আমরা ময়মনসিংহ জেলার ধুবাউড়া উপজেলায় নিতাই নদীর বাঁধ নির্মাণ করেছি। বন্যার কারনে নদীর পাড় ভেঙে যাচ্ছিল, যেটার ফলে দুই পারের প্রায় ১০০০ মানুষের যোগাযোগ ব্যবস্থা, ফসলি জমি, এবং বসতবাড়ি ভেঙে যাচ্ছিল । ময়মনসিংহ জেলা রোভার ইমপিসা ওপেন স্কাউটস, আনন্দমোহন কলেজ রোভার স্কাউটস, স্কাউটার রফিকুল ইসলাম ওপেন স্কাউট, হেল্ডস ওপেন স্কাউটস এর রোভার বৃন্দ দুইদিনের চেষ্টায় বাঁধ নির্মাণ সম্পন্ন হয়।
এই বাঁধ নির্মাণের ফলে দুই পাড়ের প্রায় ১০০০ মানুষের সার্বিক সহযোগিতা হয়েছে, তাদের জমি, বসতবাড়ি রক্ষা হয়েছে নদী ভাঙ্গনের কাছে থেকে
এই প্রজেক্ট এর মাধ্যমে আমরা বাঁধ নির্মাণ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা তে একসাথে কিভাবে কাজ করে সমাধান করবো সেটা শিখতে পেরেছি
Started Ended
Number of participants
35
Service hours
420
Beneficiaries
1000
Location
Bangladesh
Topics
Youth Programme
Humanitarian action
Nature and Biodiversity
Initiatives
Environment and Sustainability
Peace and Community Engagement

Share via

Share