নবম জাতীয় কাব কাম্পুরী ২০২০ - আবাসন ব্যবস্থাপনা
Profile picture for user Elham_1
Bangladesh

নবম জাতীয় কাব কাম্পুরী ২০২০ - আবাসন ব্যবস্থাপনা

কাবিং করবো, শান্তির বার্তা আনবো’ এই থিমকে সামনে রেখে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক, কালিয়াকৈর, গাজীপুরে গত ১৯ থেকে ২৪ জানুয়ারি নবম জাতীয় কাব ক্যাম্পুরি অনুষ্ঠিত হয়ে গিয়েছে। ২০ জানুয়ারি বিকালে রাষ্ট্রপতি ও চিফ স্কাউট মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে ক্যাম্পুরি উদ্বোধন করেন।এবারের কাব ক্যাম্পুরিতে ছিল চারটি ভিলেজ। প্রতিটি ভিলেজের ছিল ২ টি করে সাবক্যাম্প। সব মিলিয়ে আটটি সাব ক্যাম্প।এই ক্যাম্পুরীতে দেশের সকল জেলা এবং উপজেলা থেকে প্রায় ৯হাজার কাব স্কাউট, কাব স্কাউট লিডার, স্কাউট কর্মকর্তা ও রোভার স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করছেন। সকলের জন্য প্রায় ১২০০ তাবু কাম্পুরী তে স্থাপন করা হয়েছিল। কাম্পুরী কে আরও সুন্দর করে তুলতে আবাসন কমিটি পুরো কাম্পুরী এলাকা সাজানো হয়েছিল নতুন আংগিকে। আবাসন ব্যবস্থাপনা উপকমিটির প্রধান ছিলেন "এসিস্ট্যান্ট ক্যাম্পুরী চীফ (আবাসন ও সাজসজ্জা) আমিমুল এহসান খান পারভেজ" এবং মোট সদস্য ছিলো ২৫ জন স্কাউটার এবং রোভার
Started Ended
Number of participants
25
Service hours
2200
Topics
Youth Programme
Youth Engagement
Personal safety
Good Governance
Communications and Scouting Profile

Share via

Share