Profile picture for user sk tarak
Bangladesh

নবাবপুর টাওয়ারের একটি টিনশেড গোডাউনে অগ্নিকাণ্ড

একটি দুর্ঘটনা সারা জীবন এর কান্না। কোনো দুর্ঘটনাই ভালো কিছু বয়ে আনে না।তাই দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ার আগে তা নিধনের সবোর্চ্চ চেষ্টা করা উচিত।
নবাবপুর টাওয়ারের পিছনের গলিতে একটি টিনশেড গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট করেছে । বাংলাদেশের স্কাউটের বিভিন্ন স্কাউট,রোভার স্কাউট ইউনিট সদস্যরা উক্ত আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে।আরো সহায়তা করেছেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ভলেন্টিয়ার ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভলেন্টিয়ারগণ।বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ১০টা ৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
এই অগ্নিকাণ্ডের প্রভাবে শত শত লাখ টাকার পন্যের ক্ষতি হয় এবং অনেক ব্যবসায়ী নানা ধরনের ঝুঁকির মধ্যে পরে। অনেক ব্যবসায়ী তাদের কর্মচারীদের কর্মবিরতি দিয়ে দেয় এতে অনেক বেকার বৃদ্ধি পায়।
সকলকে অগ্নিকাণ্ডের ভয়াবহতা সম্পর্কে জানতে হবে এবং সকলে এই সম্পর্কে জানতে হবে যাতে অগ্নিকাণ্ড বৃদ্ধির আগে এটি রোধ করা যায়।
Number of participants
1
Service hours
6
Beneficiaries
1000
Location
Bangladesh
Topics
Responsible consumption
Personal safety
Leadership

Share via

Share