নারী সমতা বিষয়ক সেমিনার।
"আমার রক্ষক আমি"
একজন নারীর সামাজিক এবং পারিবারিক বিভিন্ন পরিবেশে নিজের আত্নরক্ষায়, নারীকে মানসিক এবং শারিরীকভাবে গড়ে তুলতে "City alo centre " এর উদ্দেগ্যে "আমার রক্ষক আমি" সেমিনারের আয়োজন করা হয়। এই সেমিনারে স্কাউট এবং ননস্কাউট সহ ৪০জন এবং ৮জন সেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।