Measles-Rubella Campaign Training 2020
হাম একটি ভাইরাস-জনিত মারাত্নক রোগ, রুবেলা একটি ভাইরাস-জনিত অত্যন্ত সংক্রামক রোগ। হাম ও রুবেলা ক্যাম্পেইনের ফলে হাম-রুবেলার প্রাদুর্ভাব অনেকাংশে কমে যাবে। রোগ নিরীক্ষণ তথ্য অনুযায়ী ২০১৭ সাল থেকে দেশব্যাপী হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। হাম রোগের বিস্তার বন্ধ করার লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় GAVI এর সহায়তায় সারা দেশব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। এই ক্যাম্পেইনের আরো একটি উদ্দেশ্যে হলো কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর মাধ্যমে নিয়মিত টিকাদান কার্যক্রম জোরদার করা।
এই ক্যাম্পেইন সুষ্ঠুভাবে বাস্তবায়নের উদ্দেশ্যে সংশ্লিষ্ট সকল ব্যবস্থাপক, তদারককারী ও মাঠকর্মীদের জন্য হাম ও রুবেলা ক্যাম্পেইন ট্রেনিং- ২০২০ বাস্তবায়ন করা হয়েছে।
ভেন্যুঃ থানা স্বাস্থ্য কমপ্লেক্স, তেজগাঁও, ঢাকা
Expanded program on Immunization (EPI) DGHS, MINISTRY OF HEALTH AND FAMILY WELFARE.