মুজিব শতবর্ষ উপলক্ষে বৃক্ষরোপন

#_মুজিব_বর্ষের_আহব্বান #তিনটি_করে_গাছ_লাগান রংপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের আয়োজনে মুজিব শতবর্ষ উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি। উক্ত কর্মসূচি উদ্বোধন করেন অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ ও রোভার স্কাউট গ্রুপের সম্মানিত সভাপতি প্রফেসর মো:মোশারফ হোসেন স্যার, উপস্থিত ছিলেন রংপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার মো:তবিবুল ইসলাম ও হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল মতিন লস্কর স্যার সহ অনান্য বিভাগের শিক্ষক বৃন্দ। উপস্থিত ছিলেন রংপুর সরকারি কলেজের রোভার ও গার্ল ইন রোভার বৃন্দ।
Number of participants
40
Service hours
320

Share via

Share