মহান বিজয় দিবস -এ কুচকাওয়াজ এ অংশগ্রহণ -২০১৯
১৬ ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস।গত ১৬ ই ২০২০ ইং রাজশাহী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের আমরা ৩০ জন রোভার মিলে দুইটি দলে অংশগ্রহণ করি এবং উক্ত কুচকাওয়াজ এ বিএনসিসি এবং রেঞ্জারবৃন্দ আমাদের সাথে অংশগ্রহণ করে।