মেসেঞ্জার অফ পিস ওয়ার্কশপ-২০২০ এর ১ম দিন
রাজশাহী জেলা রোভার কতৃক আয়োজিত মেসেঞ্জার অফ পিস ওয়ার্কশপ এর ১ম দিনের কার্যক্রম এর প্রোগ্রাম সমুহ জুম এপ্স এ অনুষ্ঠিত হয়ে গেল। এই ওয়ার্কশপ শুরু হয় ১০/১১/২০২০ অর্থাৎ আজ দুপুর ২টা ৪৫ মিনিটে এবং শেষ হয়েছে সন্ধ্যা ৭ঃ০০ মিনিটে। আজকের এই টানা ৪ ঘন্টার ওয়ার্কশপে জেলার সকল রোভার কর্মকর্তা , ট্রেইনার, বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় এর সম্মানিত আর এস এল স্যার-ম্যাডাম, সিনিয়র রোভারমেট ও বিভিন্ন রোভার বৃন্দ। আজকের এই প্রোগ্রামে প্রোগ্রাম ট্রেইনাররা মেসেঞ্জার ওফ পিস রিং ব্যাজ অর্জন সহ মেসেঞ্জার অফ পিস এর গুরুত্ব ও কার্যাবলী, নিয়মাবলি সহ এর বিভিন্ন দিক তুলে ধরে সকল রোভারদের প্রশিক্ষণ দেন।