Profile picture for user anindaneogi
Bangladesh

মাস্কে বাঁচবে প্রাণ

Omicron ভ্যারিয়েন্ট দ্রুত ছড়াচ্ছে এবং সংক্রমণের ঝুঁকি বাড়িয়েছে। যদিও এর উপসর্গ সাধারণত হালকা, তবে বয়স্ক ও অসুস্থদের জন্য বিপজ্জনক হতে পারে।মাস্ক পরা এখনো সবচেয়ে সহজ ও কার্যকর সুরক্ষা। অনেকে মাস্ক পরায় অবহেলা বা কিনতে পারেন না।এই প্রকল্পে আমরা বিনামূল্যে মাস্ক বিতরণ করে সচেতনতা বাড়াচ্ছি।সবার মিলিত প্রচেষ্টায় Omicron থেকে রক্ষা পাওয়া সম্ভব।আমরা বিশ্বাস করি, সুরক্ষার ছোট এই পদক্ষেপ বড় পরিবর্তন আনবে।সতর্ক থাকুন, মাস্ক পরুন, নিজে ও সবাইকে রক্ষা করুন।
প্রথমে আমরা এলাকার চাহিদা যাচাই করি ও মাস্ক সংগ্রহের ব্যবস্থা করি। বিভিন্ন দোকান, সংগঠন ও ব্যক্তিগত উৎস থেকে মাস্ক সংগ্রহ করা হয়। তারপর আমরা জনবহুল এলাকা, বাজার ও স্কুলের সামনে মাস্ক বিতরণ করি।মাস্কের সঙ্গে মাস্ক ব্যবহারের উপকারিতা সম্পর্কেও সচেতনতা ছড়াই। দল ভাগ করে আলাদা জায়গায় গিয়ে মানুষকে উৎসাহিত করি মাস্ক পরতে।পুরো কার্যক্রম শান্তিপূর্ণভাবে ও স্বাস্থ্যবিধি মেনে সম্পন্ন হয়।
আমরা দেখেছি মানুষের মধ্যে মাস্ক পরার গুরুত্ব বাড়ানো প্রয়োজন। দরিদ্র ও অসচেতন মানুষের কাছে সুরক্ষা পৌঁছে দিতে সরাসরি যোগাযোগ জরুরি। স্থানীয় সমন্বয় ছাড়া কার্যক্রম সফল করা কঠিন। মাস্ক বিতরণের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব বোঝানো প্রয়োজন। সংকট মোকাবেলায় দ্রুত পরিকল্পনা ও বাস্তবায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষের মনোভাব ধীরে ধীরে পরিবর্তন সম্ভব হলেও ধারাবাহিক প্রচেষ্টা প্রয়োজন।
Started Ended
Number of participants
8
Service hours
20
Beneficiaries
230
Location
Bangladesh
Topics
Health lifestyles
Humanitarian action
Youth Engagement

Share via

Share