মাস্ক ডিস্পোজাল বক্স স্থাপন
'জাতিসংঘ' প্রণিত- টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা(এস.ডি.জি)-র, ৩য় এবং ১৩তম লক্ষ্যমাত্রা বাস্তবায়নে, 'অগ্রসর বাংলাদেশ' এর ইনোভেটিভ প্রকল্প - "মাক্স ডিস্পোজাল বক্স" মেঘনাপাড় মুক্ত স্কাউটস গ্রুপের সহযোগিতায় চাঁদপুর পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং লোকালয় স্থানে "মাস্ক ডিস্পোজাল বক্স স্থাপন করা হয়েছে। কোভিড-১৯ এর সংক্রমণ ঠেকাতে সকলের ব্যবহৃত মাস্ক যেখানে সেখানে না ফেলে এই বক্সে ফেলার জন্য এবং ব্যবহারের জন্যই এই কার্যক্রম। ব্যাবহৃত মাস্ক যেখানে সেখানে না ফেলে, নির্দিষ্ট স্থানে ফেলার জন্য, বক্স গুলো স্থাপন করা হচ্ছে, অধিক জনসামাগম ও গুরুত্বপূর্ণ অফিস-আদালতের সামনে।
মাস্ক ডিস্পোজাল বক্স স্থাপন কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন, জনাব জিল্লুর রহমান জুয়েল, মেয়র চাঁদপুর পৌরসভা। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জনাব অজয় ভৌমিক, সভাপতি, মেঘনাপাড় মুক্ত স্কাউটস গ্রুপ। পৌরসভার পরিচ্ছন্ন কর্মীগন নিয়মিতভাবে প্রতিদিন সকাল বেলা এই ব্যবহহৃত মাস্ক গুলো সংগ্রহ করে পুড়িয়ে ফেলবেন। মেঘনাপাড় মুক্ত স্কাউটস গ্রুপের সদস্যরা চাঁদপুর পৌরসভার সকল পথচারী এবং বাসিন্দাদের তাদের ব্যবহৃত মাস্ক যেখানে সেখানে না ফেলে, এই বক্সে ফেলার জন্যে প্রচারনা কার্যক্রম চালায় ।