মাস্ক বিতরণ কর্মসূচি।

বর্তমানে করোনাভাইরাসের প্রভাব কমে গেলেও আস্তে আস্তে এর প্রভাব আবারও বৃদ্ধি পাচ্ছে। এবার নতুন একটা করোনাভাইরাস সনাক্ত হয়েছে। যেটি আগের করোনাভাইরাসের চেয়ে অনেক ভয়ঙ্কর। Covid-omicron ভাইরাসটির নাম। এটি সনাক্ত করা খুবই কঠিন। এটির অনেক লক্ষণ রয়েছে যেমন: ক্ষুধা না লাগা, শরীর দুর্বল লাগা ইত্যাদি। এই জন্য আমি মাস্ক বিতরণ করছি। বিশেষ করে এই ভাইরাসে শিক্ষার্থীরা আক্রান্ত হয়। তাই আমি শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করে তাদের সতর্ক করেছি এবং অন্যদেরকে সতর্ক করার পরামর্শ দিয়েছি।
করোনা ভাইরাসের প্রভাব একটু একটু বাড়তেছে দেখে আমি মাস্ক বিতরণের প্রকল্পটি বেছে নিয়েছি। বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করা উচিত। যাতে মানুষজন নিরাপদ থাকে। বাইরে থেকে বাসায় এসে সাবান দিয়ে ২০ সেকেন্ড হাত ধোয়া উচিত এবং গোসল করে নেয়া উচিত। নিয়মিত এই নিয়ম মেনে চললে অবশ্যই সুস্থ থাকা সম্ভব যেকোনো রোগ জীবাণু থেকে।
স্কাউটদের মূল মন্ত্র হচ্ছে "do your best to be prepared for service". এটা শুধু আমার ব্যক্তিগত সেবা না বরং এই কাজ করার ফলে অন্যরাও অনুপ্রাণিত হবে। ভবিষ্যতে তারাও এরকম আরো অনেক সমাজসেবা মূলক কর্মকাণ্ড করে থাকবে। যাতে আমাদের দেশের উন্নতি হয়।
Started Ended
Number of participants
1
Service hours
46
Beneficiaries
56
Location
Bangladesh
Topics
Communications and Scouting Profile
Health lifestyles
Personal safety

Share via

Share