মাস্ক বিতরণ কর্মসূচি

করোনা মহামারিতে মানুষের ঝুঁকি কমাতে মাস্ক বিতরণের আগ্রহ বেড়ে যায়।

করোনা মহামারিতে মানুষের স্বাস্থ্যঝুকি অনেক বেড়ে যায়। নিরাপদ স্বাস্থ্য ব্যববস্থা বজায় রাখতে এবং কোভিড এ আক্রান্ত ঝুকি কমাতে নিরাপদ মাস্ক বিতরণ করা হয়। মাস্ক ব্যবহারে কোভিড আক্রমণের ঝুকি অনেকটা কমে আসে।

মাস্ক ব্যবহারে কোভিড এ আক্রান্ত হওয়ার এবং কোভিড ছড়ানোর আশঙ্খা অনেক কমে যায়। সচেতনতামুলক কর্মশালার মাধ্যমে মাস্ক ব্যবহারে উৎসাহ করার প্রক্রিয়াটি জনসাধারণের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছে। সকলে মাস্ক ব্যবহারে উৎসাহ প্রকাশ করে।

এই কার্যক্রমের মাধ্যমে আমার শিখতে পারি সচেতনতামূলক কর্মশালার মাধ্যমে মানুষদের সচেতন সম্ভব। সকলে একতা হয়ে সহযোগিতা করলে যেকোন মহামারী প্রতিরোধ করা সম্ভব।

Started Ended
Number of participants
10
Service hours
120
Beneficiaries
10
Location
Bangladesh
Topics
Youth Programme
Healthy Planet
Personal safety
SDGS
Initiatives
Environment and Sustainability

Share via

Share