মারাত্বক মর্মান্তিক একটা রোড এক্সিডেন্টে সেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ -২০২১
গতো ২৬ মার্চ ২০২১ ইং রোজ শুক্রবার রাজশাহীর কাটাখালী থানার সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ঘটনাটি ঘটে দুপুর ১:৪৫ এর দিকে, স্পোটে ১১ জন মারা যাই, এবং রাজশাহী মেডিকেলে নেওয়ার পরে ৬ জন মারা গেছে এবং হাইস মাইক্রোবাসে ও হানিফ পরিবহণ সামনা-সামনি সংঘর্ষ হয়, এতে হাইস গাড়ির একটি গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে যাই। সামনা-সামনি সংঘর্ষ হওয়ার সাথে সাথে মাইক্রোবাস গাড়িতে আগুন লেগে যাই। আর যে কারণে স্থানীয় মানুষ আগুন নিভাতে বেগ পেতে হয়, রাজশাহী ফায়ার সার্ভিস এসে আগুন নিভাতে সফল হয় কিন্ত ততক্ষণে রাস্তার পাশে থাকা সিএনজি বা লেগুনায় আগুন ধরে যাই এবং মাইক্রোবাসের গাড়ির সকলে আগুনে পুড়ে শেষ। মাইক্রোবাস গাড়িটি রংপুর থেকে রাজশাহী আসছিল এবং হানিফ গাড়ি রাজশাহী থেকে ঢাকা যাচ্ছিল। উক্ত উদ্ধার কাজে সহযোগীতায় ছিলেন স্থানীয় জনগণ, শান্তিরক্ষীবাহিনী ও বাংলাদেশ স্কাউটস, রাজশাহী জেলা রোভারের ২ জন রোভার ও ডিআরএসএল মোঃ হেলাল উদ্দিন স্যার।