Profile picture for user sh1872492@gmail.com_1
Bangladesh

মাক্স বিতরণ কার্যক্রম -২০২৩

ভ্রমন হোক সচেতন ও নিরাপদ ভাবে আনন্দময়!!! এই প্রতিপাদ্য শ্লোগান কে ধারণ করে গত ১০ ফেব্রুয়ারি, ২০২৩ইং তারিখে চট্টগ্রামের সীতাকুণ্ড রেঞ্জের গুলিয়াখালী সী-বীচ, চন্দ্রনাথ পাহাড় ও নাপিত্তাছড়া ঝর্ণাতে অবস্থানরত পর্যটকদের মাঝে মাক্স বিতরন কর্মসূচি বাস্তবায়িত হয়। যেখানে সর্বস্তরের সাধারণ পর্যটকদের মাঝে সচেতনতা মূলক বার্তা ও ম্যাক্স বিতরণ করা হয়। আমাদের মূল উদ্দেশ্য ও লক্ষ্য ছিলো সর্বস্তরের সাধারণ মানুষের কাছে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেয়া এবং মাক্স পরিধাণ এ উদ্বুক্ত করা।

গত ১০ ফেব্রুয়ারি, ২০২৩ইং তারিখে চট্টগ্রামের সীতাকুণ্ড রেঞ্জের গুলিয়াখালী সী-বীচ, চন্দ্রনাথ পাহাড় ও নাপিত্তাছড়া ঝর্ণাতে পর্যটকদের মাঝে মাক্স বিতরন কার্যক্রম বাস্তবায়িত হয়।

চট্টগ্রাম সীতাকুণ্ড রেঞ্জের গুলিয়াখালী সী-বীচ, চন্দ্রনাথ পাহাড় ও নাপিত্তাছড়া ঝর্ণাতে পর্যটকদের মাঝে সচেতনতা মূলক বার্তা ও মাক্স বিতরন কার্যক্রম বাস্তবায়নে কাজ করি, যেখানে আমরা ২০০ এর অধিক পর্যটক দের মাঝে স্বাস্থ্য সচেতনতা মূলক বার্তা ও ম্যাক্স বিতরণ কর্মসূচী সঠিক ভাবে বাস্তবায়ন ও সম্পূর্ন করতে সক্ষম হই।

সুস্বাস্থ্য ও সুস্থতা প্রতিটি মানুষের মৌলিক অধিকারের অন্যতম অংশ, যা মৌলিক অধিকার সমূহের মধ্যে চিকিৎসার অন্তর্ভুক্ত। এক্ষেত্রে আমাদের করণীয় বিভিন্ন প্রতিকূল অবস্থায় শারীরিক মানসিক সকল দিক থেকে সুস্থ থাকা নিরাপদে থাকা, আর এরই কারণে আমরা সকল বয়সী সকল মানুষের জন্য সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিতকরণে সচেতনতামূলক বার্তা ও মাক্স বিতরণ কর্মসূচি পালনে উদ্বুক্ত হই। এবং তা পুঙ্খানুপুঙ্খ ভাবে সম্পূর্ন করি।

Number of participants
20
Service hours
120
Beneficiaries
200
Location
Bangladesh
Topics
Health lifestyles
Healthy Planet
Youth Programme
SDGS

Share via

Share