মাছ ধরা প্রতিযোগিতা

মাছ ধরা প্রতিযোগিতা

সিরাজগঞ্জ জেলার  ঐতিহ্য বাহী সেবা মুক্ত স্কাউট গ্রুপ এর আয়োজনে ১১ আগষ্ট ২০২০, রোজ মঙ্গলবার যমুনা নদী ( রাণী গ্রাম শিমুল তলা) তে “এসো মাছ ধরি কর্মসূচি ২০২০” মাছ ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন সেবা মুক্ত স্কাউট গ্রুপ এর সম্মানিত সভাপতি জনাব এম এম কামরুল হাসান ( পি আর এস)। এসময় উপস্থিত ছিলেন সেবা মুক্ত স্কাউট গ্রুপ এর সম্মানিত সহ সভাপতি জনাব মোঃ গোলাম মোস্তফা রুবেল, গ্রুপ সম্পাদক জনাব মোঃ রফিকুল ইসলাম শামীম ( উডব্যাজার), রোভার স্কাউট লিডার জনাব আসলাম হোসেন, স্কাউট লিডার জনাব মোঃ ইমন আলী মন্ডল ( উডব্যাজার) । কর্মসূচি সকাল ১০ থেকে শুরু হয়ে বিকাল ৩ টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। মাছ ধরা প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় পুরস্কার লাভ করেন সেবা মুক্ত স্কাউট গ্রুপ এর সভাপতি জনাব এম এম কামরুল হাসান (পি আর এস), তৃতীয় পুরস্কার লাভ করেন গার্ল ইন রোভার রাবেয়া খাতুন ঋতু। মধ্যাহ্ন ভোজের পর উক্ত কর্মসূচি শেষ হয়।
Number of participants
24
Service hours
120
Topics
Global Support Assessment Tool
Good Governance

Share via

Share