খাবার বিতরণ কর্মসূচী
#এক_বেলার_আহার_বিতরণ
#দুস্থ_ও_অসহায়_মানুষের_পাশে_থাকার_প্রয়াস।
পূর্ব কাফরুল (পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে), উত্তর কাফরুল ও মিরপুর 14 টু হাইটেক মেন রোডে প্রয়াস ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে 100 প্যাকেট খাদ্য বিতরণ করা হয়। উক্ত কর্মসূচিতে ২নং বা নৌ জা হাজী মহসিন নৌ স্কাউট মুক্ত দল এবং ৫ নং উত্তর কাফরুল উচ্চ বিদ্যালয় নৌ স্কাউট দল স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন।
#এক_বেলার_আহার_বিতরণ
#দুস্থ_ও_অসহায়_মানুষের_পাশে_থাকার_প্রয়াস।