খাবার বিতরণ কর্মসূচী
"প্রয়াস ওয়েলফেয়ার ফাউন্ডেশন" কর্তৃক আয়োজিত "এক বেলার আহার" বিতরণ কর্মসূচিতে স্বেচ্ছাসেবক হিসেবে ২ নং বা নৌ জা হাজী মহসিন নৌ স্কাউট মুক্ত দল এবং উওর কাফরুল উচ্চ বিদ্যালয় নৌ স্কাউট দল এর সদস্য রা অংশগ্রহণ করে। পূর্ব কাফরুল(পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে), উত্তর কাফরুল,কচুক্ষেত বাজার ও মিরপুর ১৪ টু হাইটেক মেন রোডে প্রয়াস ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে 100 প্যাকেট খাদ্য বিতরণ করা হয়।
#এক_বেলার_আহার_বিতরণ