
ক্যাম্পাস পরিষ্কার অভিযান ২০২৪
"নিজের ক্যাম্পাসকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখা শুধু দায়িত্ব নয়, এটি আমাদের ভালবাসা ও সচেতনতার প্রতিফলন। ছোট একটি প্রচেষ্টা থেকেই বড় পরিবর্তন শুরু হয়।"
“ক্যাম্পাস পরিষ্কার অভিযান ২০২৪” নাসিরাবাদ কলেজ রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় কার্যক্রম শুরু হয় এবং দুপুর পর্যন্ত চলে। রোভার সদস্যরা কলেজের শহীদ মিনার, ক্লাসরুমের সামনে ও চারপাশে ময়লা পরিষ্কার করে নির্দিষ্ট জায়গায় ফেলে। সবাই মিলে পরিচ্ছন্নতা ও সচেতনতার বার্তা ছড়িয়ে দেয়। এই সময় শিক্ষক ও স্কাউট কর্মকর্তারা উপস্থিত থেকে রোভারদের উৎসাহ দেন। পুরো কাজটি মিলেমিশে, আনন্দের সাথে সম্পন্ন হয়।
এই অভিযানের মাধ্যমে আমরা শিখেছি, পরিচ্ছন্নতা শুধু ব্যক্তিগত নয়, এটি সামাজিক দায়িত্বও। দলবদ্ধভাবে কাজ করলে বড় কোনও কাজও সহজ হয়ে যায়। আমরা আরও বুঝেছি—পরিবেশ সচেতনতা গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।