Profile picture for user sk tarak
Bangladesh

কুরবানীর পশুর হাট -২০২৪ জনসচেতনামূলক লিফলেট বিতরণ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মানুষেরা তাদের কুরবানীর পশু ক্রয় করতে থাকার সহ বিভিন্ন কোরবানির পশুর হাটে যান এবং এবং সেই পশু তারা ঈদের দিন তাদের বাড়ির সম্মুখে বা উঠানে কিংবা রাস্তায় কুরবানী দিয়ে থাকেন যার ফলে সেই পশু হতে বর্জ্য চামড়া কিংবা বিভিন্ন অংশ বিভিন্ন স্থানে পড়ে থাকে এবং ড্রেন সমূহ ভর্তি হয়ে যায় ফলে জনগণ বিভিন্ন সমস্যায় সম্মুখীন হন জনসচেতনতা মূলক প্রচারের মাধ্যমে সকলকে সচেতন করা প্রয়োজন।

ঢাকা জেলা প্রশাসনের সাহায্যে ঢাকার মধ্যে স্থায়ী অবস্থায় সকল কুরবানীর হাট গুলোতে জনসচেতনামূলক লিফলেট এবং তথ্য কেন্দ্র বা বুধ বসানো হয় যার ফলে সানরাইজ ওপেন স্কাউট গ্রুপের স্কাউট  ও রোভার টাউট রোববার হাটে আগত মানুষদের মাঝে তথ্য এবং লিফলেট বিতরন করে জনসচেতনামূলক প্রচারণা করেন

এই জনসচেতনামূলক প্রচারণার মাধ্যমে যেসব মানুষেরা পশুর কুরবানীর সঠিক নিয়ম এবং বর্জ্য অপসনের সঠিক নিয়ম সহ বিভিন্ন তথ্য জানতেন না তারা এ সম্পর্কে জেনে সচেতন হন এবং সঠিক নিয়মে সকল কাজ সম্পাদন করেন যার ফলে পরিবেশে কোন প্রকার ক্ষতি হয় না

ঢাকা জেলা প্রশাসন কর্তৃক ঢাকা শহরের বিভিন্ন কোরবানির হাটে বুথ বসিয়ে জনসচেতনামূলক কর্মসূচি চালু করেন যেখানে জেলা প্রশাসন কর্তৃ ক প্রদানকৃত লিফলেট বিতরণের মাধ্যমে সকলের মাঝে কুরবানী পশুর বর্জ্য সমূহ  নির্দিষ্ট স্থানে ফেলার বিষয়টি জানাতে পারেন এবং কুরবানী পশু কিভাবে সংরক্ষণ করতে হয় এবং কাটতে হয় সে সম্পর্কে ধারণা পাওয়া যায় এতে করে পরবর্তীতে পরিবেশে কোন হুমকি হবে না

Started Ended
Number of participants
1
Service hours
48
Beneficiaries
500
Location
Bangladesh
Topics
Culture and heritage
Youth Programme
Initiatives
Peace and Community Engagement

Share via

Share