করোনা প্রতিরোধে টিকাদান কর্মসূচি।

আমরা মানুষকে করোনা এর হাত থেকে বাচানোর উদ্দেশ্য নিয়ে মানুষদের করোনা ভাইরাস বিষয়ে সচেতন ও তাদের করোনা প্রতিরোধ টিকা কার্যক্রম এর সাথে যুক্ত থাকার চেষ্টা করি।
আমরা নির্দিষ্ট এলাকায় এলাকায় মাইকিং করে সাধারণ মানুষ কে করোনা ভাইরাস এর বিষয় ধারনা দেই এবং তার পর একটি নির্দিষ্ট কেন্দ্রে সাধারণ মানুষ দের জাতিয় পরিচয় পত্র বা তাদের জন্মনিবন্ধন এর ভিত্তিতে করোনা প্রতিরোধক তিনটি টিকা প্রদান করি মানিকগঞ্জ পৌরসভার সার্বিক সহোযোগিতায়।
আমরা ধারাবাহিক ভাবে মানিকগঞ্জের ৯ টি ওয়ার্ড এ টিকা দিতে সক্ষম হই। এতে করে মানুষ আগের তুলনায় নিজেদের কাজ সাভাবিক ভাবে চালিয়ে যেতে পারবে এবং তারা করোনা ভাইরাস থেকেও নিরাপদে থাকবে। তার সাথে সাথে তাদের নাম ও ঠিকানা আমরা অনলাইন মাধ্যমেও আপডেট করে দেই গর ফলে তাদের বিদেশ ভ্রমন ও করতে পারবে।
আমরা সকল ধরনের মানুষদের মাঝে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা মূলক বার্তা পৌঁছে দিতে পেরেছি। সকলকে করোনাভাইরাস সম্পর্কে আরো সচেতন করতে পেরেছি।
Number of participants
5
Service hours
30
Beneficiaries
300
Location
Bangladesh
Topics
Entrepreneurship
Health lifestyles
Communications and Scouting Profile
SDGS

Share via

Share