Profile picture for user MD SOJIB HOSSAIN_1
Bangladesh

করোনা ভ্যাক্সিন প্রদান কর্মসূচীতে সেবা প্রদান

করোনা ভাইরাস প্রতিরোধ করার ক্ষেত্রে গত ২০২১ সালে বাংলাদেশ সরকার ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল গামী ছাত্র-ছাত্রী দের ফাইজার এর দু ডোজ করোনা টিকা দেয়ার কার্মসূচী গ্রহন করে আর সে কর্মসূচীতে আমরা প্রতি দিন প্রায় ৩৫-৪০ জন্য করে রোভার স্কাউট সেচ্ছায়সেবা দিয়ে থাকি।
ঢাকা জেলার প্রায় ৮-১১ টি কেন্দ্র এ করোনা ভ্যাক্সিন দেয়া হয় ছাত্র-ছাত্রী দের তার তিনটি কেন্দ্র বিভিন্ন সময় আমি সেচ্ছায়সেবা দিয়ে থাকি কেন্দ্র গুলো হলো সাউথ ব্রিজ স্কুল,উত্তরা, দি আগাখান স্কুল, উত্তরা, এবং কুর্মিটোলা স্কুল এন্ড কলেজ , কুর্মিটোলা।
এই টিকা কর্মসূচির মাধ্যমে সে সল শিক্ষার্থীদের টিকা দেয়া হয় তাতে তারা করোনা ভাইরাস মোকাবেলা করকে অনেকটা সক্ষম হবে বলে ধারনা করা যাচ্ছে। আর আমাদের এদরনের সেচ্ছা সেবামুলক কাচের মাধ্যমে সরকারের SDG. লক্ষ্য মাত্রা অর্জনে সহায়তা করবে।এবং দেশের মানুষ সুস্থ্য জীবন পাবে বলে ধারনা করা যায়।
এ কর্মসূচীর মাধ্যমে আমরা সকলে সুস্থ্য সুন্দর ভাবে বাচতে পারব। সেবা দানের মাধ্যমে sdg অর্জনে অংশ হব।
Started Ended
Number of participants
35
Service hours
24990
Beneficiaries
200000
Location
Bangladesh
Topics
Communications and Scouting Profile
Health lifestyles
Personal safety
Initiatives
Health and Wellbeing

Share via

Share