করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে লিফলেট বিতরণ ।

করোনা ভাইরাস এর প্রভাব কমে গেলেও ধীরে ধীরে এর প্রভাবে আবারো বাড়তেছে। এটি একটি ক্ষতিকারক ভাইরাস। মূলত বাতাসের মাধ্যমে, হাঁচি ও কাশির ফলে, আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে, ভাইরাস আছে এমন কোন কিছু স্পর্শ করে হাত না ধুয়ে নাকে, মুখে বা চোখে হাত লাগালে পয়নিষ্কাশন ব্যবস্থার মাধ্যমে ছড়াতে পারে। এর বিভিন্ন লক্ষণ আছে যেমন: জ্বর, মাথা ব্যথা, শ্বাসকষ্ট ইত্যাদি। এই ভাইরাস থেকে বাঁচতে আমি আমার এলাকায় বিশেষ করে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করেছি। কারণ শিক্ষার্থীরা এরকম ভাইরাসে বেশি আক্রান্ত হচ্ছে।
করোনাভাইরাস একটি মারাত্মক ভাইরাস। এটি খুব দ্রুত ছড়ায়। এই ভাইরাসে আক্রান্ত হয় অনেক মানুষ মারা গিয়েছে। তাই আমি এই ভাইরাসের প্রাদুর্ভাব রোধে এর বিষয়ে লিফলেট বিতরণ করছি। এই ভাইরাস থেকে বাঁচতে বাইরে বের হলে মাস্ক পরিধান করতে হবে এবং বাসায় ফিরলে ঘন ঘন সাবান ও পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুতে হবে অন্তত ২০ সেকেন্ড। গোসল করে নিলে আরো ভালো। নিয়মিত এই নিয়ম মেনে চললে এ ভাইরাস থেকে মুক্তি পাওয়া সম্ভব।
করোনা ভাইরাস একটি ক্ষতিকারক ভাইরাস। আমি তাই এ বিষয়ে লিফলেট আমার এলাকার মধ্যে বিতরণ করেছি। যাতে আমার এলাকার লোকজন এই বিষয়ে সতর্ক থাকতে পারে এবং অন্যজনকে যেন এ বিষয়ে সতর্ক করতে পারে। বিশেষ করে আমি শিক্ষা দিতে বিতরণ করেছি কারণ শিক্ষার্থীরা এরকম ভাইরাসে বেশি আক্রান্ত হয় এজন্য আমি তাদের লিফলেট দিয়েছি তারা যেন নিজেরা এই বিষয়ে সতর্ক থাকে এবং অন্যদেরকে যেন সতর্ক করে।
Started Ended
Number of participants
1
Service hours
60
Beneficiaries
95
Location
Bangladesh
Topics
Health lifestyles
Inner peace and spirituality
Interpersonal skills

Share via

Share