Profile picture for user IFTI HOSSEN EMU_1
Bangladesh

করোনা ভাইরাস সম্পর্কে গণসচেতনতা মূলক কার্যক্রম

আমরা রোভার স্কাউট । আমাদের উচিত বিভিন্ন প্রতিকূল পরিবেশে সর্ব-সাধারন মানুষের পাশে দাঁড়ানো ও তাদের সেই প্রতিকূলতা কাটিয়ে তুলতে একসাথে কাজ করা।

খুলনা জেলার দিঘলিয়া উপজেলার অন্তর্গত কেটলা গ্রামের বৃহৎ কোলারহাট ও বাজার এলাকায়,সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী নোবেল করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করি। উক্ত কর্মসূচিতে আমরা করোনা ভাইরাসের লক্ষণ ও তা থেকে রক্ষা পাওয়ার কিছু সচেতনতামূলক প্রচার করি। আমরা হাটের ভিতর ও রাস্তায় মানুষের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করি।

এই সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে এক হাজারের অধিক মানুষ মহামারি নোবেল করোনা ভাইরাস সম্পর্কে সচেতন হোন এবং এর ভয়াবহতা সম্পর্কে জানতে পারেন। ২২ বছর উর্দোদের কিভাবে এই ভাইরাস প্রতিষেধক টিকা নিতে হবে সে সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। ভাইরাসের লক্ষণ দেখা দিলে কিভাবে প্রাথমিক অবস্থায় তা শনাক্ত করা সম্ভব সে সম্পর্কে ও জ্ঞান লাভ করে।
এ প্রজেক্টর মাধ্যমে আমরা শিখেছি কিভাবে গণসচেতনতা বৃদ্ধি করা যায়। বিভিন্ন প্রতিকূলতা কাটিয়ে তুলতে একে অন্যকে সাহায্য সহযোগিতা করার মনো ভাব ও দৃষ্টিভঙ্গির গুরুত্ব অপরিসীম।
Started Ended
Number of participants
35
Service hours
105
Beneficiaries
1000
Location
Bangladesh
Topics
Communications and Scouting Profile
Peacebuilding
Healthy Planet
Initiatives
Peace and Community Engagement

Share via

Share