করোনা ভাইরাস দুযোগ মোকাবিলায় অসহায় মানুষদের এান বিতরন।
করোনা ভাইরাস এর কারনে অনান্য দেশের তুলানায় আমাদের দেশে ও দারিদ্র্যতার হার বেড়ে গেছে। দারিদ্র্যতার দুর করতে আমাদের গ্রুপ মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপ রোভার স্কাউটগন ত্রান বিতরণ কাযক্রম গ্রহন করি। গরিব মানুষের পাশে দারাতে আমরা যথাসাদ্ধ্য চেষ্টা করেছি। আমাদের স্কাউট গ্রুপ এর পক্ষ থেকে আমাদের এলাকার আসহায় মানুষ এর পাশে দারাতে চেস্টা করি।