Profile picture for user akib3107
Bangladesh

ক্রান্তিকালীন সময়ে ট্রাফিক সেবা কার্যক্রম ২০২৪

বাংলাদেশের ক্রান্তিকালীন সময়ে ট্রাফিক পুলিশ সকলে কর্মবিরতিতে যায় তখন রাস্তায় যানবাহন চলাচলে ভুগান্তি যাতে না হয় তার জন্য আমরা নিজেরাই উদ্যোগ গ্রহণ করি।

বাংলাদেশ ৫ আগষ্ট থেকে সকল পুলিশ কর্মবিরতি পালন করে তখন দেখা যায় রাস্তায় যানজট সৃষ্টি হয় এবং রাস্তায় চলা চলেও ভুগান্তি দেখা দেয়,সেই সময় আমরা নিজ নিজ উদ্যোগে এই সমস্যা সমাধানের জন্য রাস্তাই টানা ১২ দিন যানজট নিরসনে, পথযাত্রীদের পারাপারে সহায়তা, বাজার ব্যবস্থাপনা ইত্যাদি কাজ করে থাকি , আমাদের এই উদ্যোগে সকল ছাত্র-ছাত্রী সহ জনগণ ও সমর্থন করেন,আমরা টানা ১৭ তারিখ পর্যন্ত করি তার পর পলিশ রা তাদের কর্মবিরতি থেকে আবার কাজে ফিরে আসেন এবং তাদের দায়িত্ব বুঝে দিয়ে আমাদের কার্যক্রম শেষ করি।

এই কর্মসূচিতে শিখেছি আমি সঠিক সময়ে পদক্ষেপ নিয়ে মানুষের সমস্যা সমাধান করতে পারা, যানজট কিভাবে নিরসন করা যায় , ইত্যাদি

Started Ended
Number of participants
50
Service hours
72
Beneficiaries
70000
Location
Bangladesh
Topics
Youth Programme
Humanitarian action
Responsible consumption
Initiatives
Peace and Community Engagement

Share via

Share