কিমস গেম
কিমস গেম এটি একটি আকর্ষণীয় খেলা রোভার দের মন কে প্রফুল্ল করতে এ গেম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি আমার ডেনে ২২ জন রোভার ও গার্ল ইন রোভার কে নিয়ে কিমস গেমের আয়োজন করি, রোভার রা তাদের চোখ বন্ধ করে বিভিন্ন পাতা, ফুল, ও ফলের আকার ও ঘ্রান নিয়ে নিশ্চিত করে।