জোটা জুটি তে স্কাউটদের মিলন মেলা ।
জোটা জুটি ২০২০ ছিল অন্যান্যয বছরের থেকে তাৎপর্য পূর্ণ ছিল । করোনায় যখন স্কাউটিং জীবন স্থবির হয়ে হয়ে পড়ে তাই অনেকই এবার জোটা জুটি ২০২০ এর অপেক্ষাতেই ছিল।
অসাধারণ সব কুইজ এবং শিক্ষা মূলক বিভিন্ন প্রগ্রাম ছিল । বিশ্বের অন্য প্রান্তের রোভার বন্ধুদের সাথে যুক্ত হওয়ার সুযোগ ছিল আরও ছিল ক্যাম্প ফায়ার, অরিগ্যামির মত অরও দারুন সব ইভেন্ট।
Be safe online শিশু কিশোরদের ইন্টারনেটে আরও সচেতন হতে সহায়তা করবে।
সব মিলিয়ে এবারের জোটা জুটি অসাধারণ ছিল