জীবনের ঝুকি নিয়ে নারায়ণগঞ্জ অগ্নিকান্ডে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে সপ্তনীল মুক্ত মহাদলের স্কাউট, রোভার এবং লিডাররা

জীবনের ঝুকি নিয়ে নারায়ণগঞ্জ অগ্নিকান্ডে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে সপ্তনীল মুক্ত মহাদলের স্কাউট, রোভার এবং লিডাররা

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকায় হাসেম ফুড বেভারেজ কোম্পানির কারখানায় আগুন লেগেছে। বৃহস্পতিবার (০৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গিয়ে কাজ করছে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী আরেফিন সিদ্দিক। তিনি জানান, বিকালে আগুনের খবর পেয়ে ডেমরা, কাঞ্চন, ঢাকা-নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের মোট ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে । এটি একটি ফুড বেভারেজ কারখানা। এখানে জুসসহ কোমল পানীয় তৈরি করা হয় বলে প্রাথমিকভাবে আমরা জানাতে পেরেছি। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। আগুনে নির্বাপনে কাজ করছে বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ১১টি ইউনিট এবং সপ্তনীল মুক্ত মহাদলের স্কাউট, রোভার এবং লিডাররা উপস্থিত হয়ে অগ্নিনির্বাপন এবং উদ্ধার অভিজান কাজে সহযোগিতা করে।
Number of participants
64
Service hours
384
Topics
Legacy BWF
Communications and Scouting Profile
Youth Engagement

Share via

Share